মটোরোলার আইফোন!

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৮, ০৯:৪৬

আইফোন এক্সের মত নচ ডিসপ্লের ফোন আনছে লেনেভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা। ফোনটির মডেল মটোরোলা পি ৩০। সম্প্রতি এই ফোনটির তথ্য ও ছবি অনলাইনে ফাঁস হয়েছে।

এটি মটোরোলার প্রথম নচ ডিসপ্লের ফোন। একে মটোরোলার আইফোন বলেও অনেকে আখ্যা দিয়েছেন। পি ৩০ ছাড়াও মটোরোলা পি ৩০ প্লে, পি ৩০ নোট বাজারে ছাড়বে।

সম্প্রতি এই ফোন তিনটি মটোরোলার ওয়েবসাইটে তালিকাভূক্ত হয়েছে।

থিন বেজেলের এই ফোনের ডিসপ্লে অনেকটাই প্রশস্ত। এতে ভার্টিক্যাল ডুয়েল রিয়ার ক্যামেরা সংযোজন করা হয়েছে।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনের ব্যাককভারে মটোরোলার ইউনিক লোগো ব্যবহার করা হয়েছে।

মটো পি ৩০ ফোনটিতে থাকছে ৬.২ ইঞ্চির ফুল স্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লের উপরিভাগে রয়েছে ২.৫ ডি কার্ভড গ্লাস। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।

অক্টাকোর প্রসেসর সম্বলিত এই ফোনে ৬ জিবি র‌্যাম রয়েছে। এটি ৬৪ ও ১২৮ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে। ব্যাকআপের জন্য ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

ছবির জন্য আছে ১৬ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। এই ক্যামেরায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে।

বেশ কয়েকটি রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা