শোক দিবসে স্বেচ্ছায় রক্ত দিল ফরিদপুর পুলিশ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৮, ১০:৪৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রক্তদান কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা পুলিশ।

দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে স্বেচ্ছায় রক্ত দিয়েছেন ফরিদপুর পুলিশ লাইনে এ বাহিনীর সদস্যরা ।

পুলিশ সুপার মো. জাকির হোসেন খান এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, গোলাম মোস্তফা, আতিকুজ্জামান, ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এএফ এম নাসিমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকতারা।

এসময় পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, এই দিনটি বাঙালি জাতির জন্য গভীর শোকের। পৃথিবীতে যতদিন বাঙালি জাতি থাকবে ততদিন বঙ্গবন্ধু নাম আমাদের হৃদয়ে থাকবে।

বঙ্গবন্ধুর খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করলেই বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারবে। সেটি ভুল প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :