টাঙ্গাইলে হেরোইনসহ আটক তিন

ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৮, ১২:১৯

টাঙ্গাইলের ঘাটাইল থানার কদমতলী বাসস্ট্যান্ডে ২৮ গ্রাম হেরোইন, তিনটি মোবাইল, নগদ তিন হাজার সতেরো টাকাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১২। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

আটক তিনজন হলেন, ঘাটাইল উপজেলার মীরগাজী (৩৫), আলমগীর হোসেন (৩৬) ও আলাল ব্যাপারী।

র‌্যাব জানায়, র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানি কমাণ্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ঘাটাইল থানায় কদমতলী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে। এসময় মাদকসহ তিনজনকে আটক করা হয়।

তারা দীর্ঘদিন ধরে হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাসহ আশপাশের থানা এলাকায় মাদকের খুচরা বিক্রেতাদের সরবরাহ করতেন। মাদকসেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ীও হেরোইন সরবরাহ করতেন বলে আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

র‌্যাব আরও জানান, র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :