সাভারে সৌদি প্রবাসীর বাড়ি থেকে ৩০ ভরি স্বর্ণ লুট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৮, ১৪:১৩

সাভারে এক সৌদি প্রবাসীর বাড়ি থেকে ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতদল।

বৃহস্পতিবার ভোররাতে পৌর এলাকার রাজাবাড়ি মহল্লার নুর মোহাম্মদের মালিকানাধীন ষষ্ঠ তলা বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

ওই প্রবাসীর স্ত্রী জুলিয়া আক্তার বলেন, তার স্বামী ১৬ বছর ধরে সৌদি আরবে থাকেন। তার মায়ের অসুস্থ্যতার কারণে গত মাসে ছুটিতে বাড়িতে আসেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা গেলে আমরা গ্রামের বাড়িতে যাই। বৃহস্পতিবার সকালে বাসায় এসে দেখি কলাপছিবল গেটে অন্য তালা লাগানো।

পরে তালা ভেঙে ঘরের ভেতরে গিয়ে দেখি জানালার গ্রিল কাটা এবং আলমিরার সমস্ত জিনিসপত্র তছনছ করা। আলমিরায় রাখা ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা খুঁজে সব লুট হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন বলেন, রাজাবাড়ি এলাকার সৌদি প্রবাসী নূর মোহাম্মদের বাড়িতে ডাকারি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারন ডায়েরি হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালানো হবে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :