ফোনের পুরোটাই ডিসপ্লে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৮, ১৫:৩৫

ফোনের স্ক্রিনের পুরোটাই জুড়েই ডিসপ্লে। ডিসপ্লের উপরিভাগে রয়েছে বিন্দু পরিমান নচ। এমনই একটি ফোন বাজারে এনেছে অপো। মডেল অপো এফ নাইন। সম্প্রতি ভিয়েতনাম ও ফিলিপাইনে এই ফোনটি বিক্রি শুরু হয়েছে। ফোনটিতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার।

ভিয়েতনামে ফোনটির দাম ৭৬,৯০,০০০ ভিয়েতনামি ডং । দেশটিতে এটি ৪ জিবি র‌্যাম ভার্সনে বিক্রি হচ্ছে।

অপো এফ নাইন ফোনে আছে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ডিসপ্লের উপরে ভাগে বিন্দুর মতো কালো নচ রয়েছে। যা এই মুহূর্তে বাজারে যে কোন ফোনের ডিসপ্লের উপরে কালো নচের থেকে আকারে অনেকটাই ছোট।

ফোনটি পরিচালনার জন্য রয়েছে ১২ এনএম মিডিয়াটেক হেলিও পি৬০ প্রসেসর। সঙ্গে রয়েছে মালি-জি৭২ গ্রাফ্রিক্স প্রসেসিং ইউনিট।

৪ ও ৬ জিবি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাচ্ছে। এর স্টোরেজ ৬৪ জিবি।

ডিভাইসটি অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে কোম্পানির নিজস্ব কালার ওএস ৫.২।

ছবির জন্য ফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা মডিউল। এর একটি ১৬, অন্যটি ২ মেগাপিক্সেলের। সেলফির জন্য রয়েছে ২৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ব্যাটারি দ্রুত চার্জ দেয়ার জন্য ব্যবহৃত হয়েছে ফাস্ট চার্জিং টেকনোলজি।

নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। কানেকটিভিটির জন্য রয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ এবং ফোরজি এলটিই।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা