রাজশাহীতে বাসচাপায় নিহতের ঘটনায় চালক কারাগারে

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৮, ১৭:০৫

রাজশাহীতে বাস চাপায় স্কুলছাত্রীসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় চালককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে আদালতে তার রিমাণ্ডের আবেদন করা হয়নি।

গ্রেপ্তার বাসচালকের নাম জনি (৩০)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে। জনিকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় অ্যারোবেঙ্গল নামের বাসের চাপায় তিনজন নিহত হন। সড়ক থেকে প্রায় ২০ ফুট নিচে গিয়ে তাদের চাপা দেয় বাসটি। এদের মধ্যে দু্ইজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেয়ার পর মারা যায়।

যাত্রীবাহী ওই বাসটি একটি দোকানে গিয়ে ঢুকে পড়েছিল। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যান।

নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, নিহত তিনজনের মধ্যে একজনের ভাই বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলায় চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। চালককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জনি স্বীকার করেছেন যে, দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :