স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কা দেয়া চালক-হেলপার কারাগারে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৮, ১৭:৫১
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয়া নিউ ভিশন পরিবহনের বাসের চালক মানিক মিয়া ও হেলপার ইব্রাহীম খলিল ইমনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক রুহুল আমীন এ আসামিদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

রিমান্ড ফেরত আবেদনে বলা হয়, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি যাচাই বাছাই করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। আসামিদের নাম-ঠিকানা যাচাই হয়নি। আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হবে এবং মামলার তদন্তে বিঘœ সৃষ্টি হবে।

এর আগে গত ১১ আগস্ট আদালত আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১০ আগস্ট রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোগী দেখতে শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান। সেখানে রোগী দেখে ফেরার পথে তার গাড়িটি হাসপাতালের সামনে কলেজ গেটের বিপরীতে পৌঁছালে পেছন থেকে নিউ ভিশন পরিবহনের ঢাকা মেট্রো ব-১১-৭৪৭৫ নম্বর বাস ধাক্কা দেয়। এরপর সঙ্গে সঙ্গেই বাসটি জব্দ করা হয়। মিরপুর থেকে মতিঝিলের দিকে যাওয়া বাসটির হেলপার ইব্রাহীম খলিল ইমন (২২) তখন বাসটি চালাচ্ছিলেন। তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।

ঘটনার পর চালক মানিক মিয়া ও হেলপার ইব্রাহীম খলিল ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ পরিদর্শক এখলাসুর রহমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :