বিএন‌পি নেতা খসরু‌কে দুদ‌কে তলব ‌

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ১৮:২৯ | আপডেট: ১৬ আগস্ট ২০১৮, ১৮:৩২

নিজস্ব প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

জ্ঞাত আয়বহিভূর্ত সম্পদ অর্জন, অবৈধ লেনদেন ও অর্থপাচারের অভিযোগ যাচাইয়ের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এক চি‌ঠি‌তে আগামী ২৮ আগস্ট সকালে দুদ‌কের প্রধান কার্যাল‌য়ে হাজির হতে বলা হয়েছে সাবেক এই মন্ত্রীকে।

বৃহস্পতিবার দুদকের পরিচালক কাজী শফিকুল ইসলামের সই করা চিঠি আমীর খসরুর চট্টগ্রামের চকবাজারের ঠিকানায় পাঠানো হয়েছে ব‌লে জানায় দুদক সূত্র।

বেনামে পাঁচতারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা যাচাই‌য়ে জিজ্ঞাসাবা‌দের জন্য আমীর খসরুকে ডাকা হয়েছে বলে জানায় দুদক সূত্র।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এএকে/জেবি)