নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু ১৯ আগস্ট

নোবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৮, ১৯:৪৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ১৯ আগস্ট থেকে ঈদুল আজহার ছুটি শুরু হবে। চলবে ২৬ আগস্ট পর্যন্ত।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অ্যাকাডেমিক কার্যক্রম ২৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম ২৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. গাজী মো. মহসিন জানান, যেহেতু হলে সব ধর্মালম্বীর শিক্ষার্থী আছে, তাই সব সময়ের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হল খোলা থাকবে।

তবে বিবি খাদিজা ছাত্রী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা জানান, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রতিবারের ন্যায় এবারও মেয়েদের হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে কাল শুক্র ও শনিবার দুদিন সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীরা আজ থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :