নজরুল বিশ্ববিদ্যালয় ঈদের ছুটির আমেজ

জাককানইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৮, ২০:০০

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটির আমেজ শুরু হয়েছে। ১৯ আগস্ট থেকে ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ ১৯ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান জানান, ইদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটি ৩০ আগস্ট পর্যন্ত থাকলেও সাপ্তাহিক ছুটি ও জন্মাষ্টমীর ছুটি শেষে ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ আবার চালু হবে।

এই দিকে ১৭ ও ১৮ আগস্ট সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেসে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার প্রধান জানান, ছুটিতে যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য ক্যাম্পাসে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :