ফাইনালে সেই ভারতকেই পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৮, ২১:০৯

আবারও বাংলাদেশ ভারত ফাইনাল। সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে ফাইনাল ওঠেছে বাংলাদেশের মেয়েরা। আর প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ভারত।

গত বছর ঢাকাতে এই ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। সেবার নিজেদের মাঠে শিরোপা জিতেছিল। কিন্তু এবার বাংলাদেশকে খেলতে হবে ভিনদেশে।ফাইনাল হবে ১৮ আগস্ট, ভুটানের থিম্পুতে।

নারী ফুটবলে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, গত কয়েক বছরের ফলই সেটা বলে দিচ্ছে। মাঠে দাপট দেখিয়ে একের পর এক জয় তুলে নিচ্ছে মারিয়া মান্ডারা।

বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিক ভুটানের বিপক্ষেও দুর্দান্ত ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই সুযোগ পায় সফরকারীরা। কিন্তু লক্ষভ্রষ্ট শটে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি মারিয়া মান্ডার দল। ম্যাচের ১৮তম মিনিটে বল জালে পাঠানোর সুযোগ পান আনাই মোগোনি। সুযোগ হাতছাড়া না করে বল ঠিকানায় পাঠিয়ে বাংলাদেশকে প্রথমে এগিয়ে নেন তিনি।

৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আনাইয়ের বোন অনুচিং। দুই বোনের গোল করার পাঁচ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন তহুরা খাতুন। সতীর্থের বাড়ানো বল ডি-বক্সের ভেতরে ঢুকে ভুটানের জালে পাঠান তহুরা।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে কয়েকবার আক্রমণ এনেও গোল বারে বল পাঠাতে ব্যর্থ হয় ভুটান। ম্যাচের বেশির ভাগ সময় বল থাকে বাংলাদেশের দখলে।

এরপর ম্যাচের ৬৯তম মিনিটে গোলের দেখা পান বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্ডা। ডি-বক্সে বাহিরে থেকে জোরালো শটে গোলটি করেন তিনি। আর শেষের দিকে ৮৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন শাহেদা আক্তার রিপা।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :