লালমনিরহাটে ৪৮০ পরিবার পেল বিদ্যুৎ

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৮, ২১:২৪

জেলার আদিতমারী উপজেলায় ৪৮০টি পরিবারের মধ্যে মোট ১৩ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভিতরকুটি গ্রামে নতুন এ বিদ্যুৎ সংযোগের কাজ উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

এ সময় তিনি বলেন, বিদ্যুতের বরাদ্দ সরকার দিচ্ছে, আপনারা পাচ্ছেন লাইন আর এই লাইন নির্মাণের ব্যাপারে কেউ টাকা চাইলে বা কেউ হয়রানি করলে প্রশাসনকে জানাবেন। তিনি বিদ্যুতের দালালদের খপ্পর থেকে গ্রাহকদের দূরে থাকার আহ্বান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র নাথের সভাপতিত্বে এতে জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, পল্লী বিদ্যুৎ লালমনিরহাট সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :