বাংলাদেশের চাপ নিতে পারেনি ভুটান: কোচ

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০৯:১০ | আপডেট: ১৭ আগস্ট ২০১৮, ০৯:১৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

গত আসরে সাফ চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবার ভুটানের মাঠেই তাদের আরো বড় ব্যবধানে হারিয়ে দিল বাংলার মেয়েরা।

বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। আর এমন হারের পরও বাংলাদেশের প্রশংসা করতে ভোলেননি ভুটান কোচ সুং জায়ে লি। পাশাপাশি জানালেন বাংলাদেশের মেয়েদের আক্রমণের চাপটাই নিতে পারেননি তার দল।

ম্যাচ শেষে সুং জায়ে বলেন, ‘বাংলাদেশ অনেক শক্তিশালী এবং অভিজ্ঞ টিম। শুরুর দিকে আমরা ভালো খেলেছিলাম কিন্তু পরে বাংলাদেশের আক্রমণের চাপ আর নিতে পারিনি। উইংয়ে তারা খুবই শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ। যার কারণে আমরা তাদের কাছে বড় ব্যবধানে হেরেছি।’

এই জয়ে টুর্নামেন্টটির দ্বিতীয় আসরেও ফাইনালে উঠলো বাংলাদেশ নারী দল। চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখতে বাংলাদেশের মেয়েদের সামনে এখন মাত্র এক ম্যাচ বাকি। প্রতিপক্ষ  ভারত। আর সেই ম্যাচে ভারতকে হারাতে পারলেই টানা দ্বিতীয়বারের মত দক্ষিণ এশিয়ার সেরা হবে লাল-সবুজরা। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট।

(ঢাকাটাইমস/১৬ অগাস্ট/এইচএ)