ইতালিতে ৫.১ মাত্রার ভূমিকম্প

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ১১:১৯

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস

ইতালিতে ৫.১ ও ৪.৭ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৮:১৯ মিনিটে কাম্পোবাসো প্রভেন্সির মোন্তেসিলফোনে ৫.১ মাত্রার এবং ১০:২২ মিনিটে একই স্থানে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের ফলে আবুরোচ্ছ, লাছিয়ো, মার্কে, কাম্পানিয়া ও পুলিয়া এলাকা কেঁপে উঠে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়েছেন। ভয়ে ঘর ছেড়ে সবাই রাস্তায় নেমে আসেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আদ্রিয়াতিক উপকূলের ঘন জঙ্গলের সাত মাইল গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

মোন্তেসিলফোনের মেয়র ফ্রাঙ্কো পালোতা বলেন, স্থানীয়রা আতঙ্কিত ছিলো। তবে খুব বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অনেক পুরাতন কিছু দেয়াল ধসে পড়েছে। তিনি বলেন, ‘সবাই খুবই আতঙ্কিত ছিল। স্রষ্টাকে ধন্যবাদ যে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

উল্লেখ্য গত ১৫ আগস্ট রাতে একইস্থানে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

ঢাকাটাইমস/১৭আগস্ট/সিকে/এমআর