অধিনায়ক মারিয়ার নজরকাড়া গোল (ভিডিও)

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৩:১৫ | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৮, ১৩:১০

সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা। আর এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্ডা করা গোলটি নজর কেড়েছে বাংলাদেশি ‍ফুটবল প্রেমীদের।

বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোল করেন আনাই মগিনি, আনুচিং মগিনি এবং তহুরা খাতুন। পরের গোলটি পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিট পর্যন্ত। গোলটি আসে দলের অধিনায়ক মারিয়ার পা থেকে।

মাঝ মাঠ থেকে নিজের নৈপুণ্যে ডি-বক্সের বাহিরে থেকে জোরালো শটে ভুটানের জালে বল পাঠান মারিয়া। আর শেষের দিকে ৮৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন তহুরার বদলি হিসেবে মাঠে নামা শাহেদা আক্তার রিপা।

এই জয়ে টুর্নামেন্টটির দ্বিতীয় আসরেও ফাইনালে উঠলো বাংলাদেশ নারী দল। চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখতে বাংলাদেশের মেয়েদের সামনে এখন মাত্র এক ম্যাচ বাকি। প্রতিপক্ষ ভারত। আর সেই ম্যাচে ভারতকে হারাতে পারলেই টানা দ্বিতীয়বারের মত দক্ষিণ এশিয়ার সেরা হবে লাল-সবুজরা। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট।

মারিয়া মান্ডার গোলের ভিডিওটি দেখুন:

(ঢাকাটাইমস/১৭ অগাস্ট/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :