ফখরুল-মাহবুব এক-এগারোর কুশীলব: খালিদ

নিজস্ব প্রতিবেদক
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৮, ২০:০৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান এক-এগারোর কুশীলব ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বলেছেন, ভবিষ্যতে তেমন কিছু করার চেষ্টা করলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে।

শুক্রবার ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন তিনি। দেশব্যাপী সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বিএনপির এ দুই নেতাকে উদ্দেশ্য করে খালিদ বলেন, ‘সে সময় আপনারা নিজ দলের কর্মীদের হাতে ধিকৃত হয়েছিলেন। আপনাদেরকে দেশের জনগণ চিনে। ভবিষ্যতে এমন কিছু করার চেষ্টা করলে দেশের জনগণ দাঁতভাঙ্গা জবাব দেবে।’

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়ার পাশাপাশি খালেদা জিয়াও জড়িত- প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পরে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোনও যোগাযোগ, যোগসাজশ না থাকলে খালেদা জিয়া কেন এসব খুনীদের সংসদে বসাল? এর মাধ্যমে প্রমাণ হয়, খালেদা জিয়াও বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিলেন।’

‘খালেদা ও তারেক ১৭ আগস্ট একযোগে বোমা হামলা করে, ২১ আগস্ট আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেশকে পাকিস্তান বানানোর এসাইনমেন্ট নিয়েছিল। এদেশকে সন্ত্রাসের জনপদ বানানোর চেষ্টা করেছিল।’

মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান।

ঢাকাটাইমস/১৭আগস্ট/টিএ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

এই বিভাগের সব খবর

শিরোনাম :