ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৮, ২১:১৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী।

শুক্রবার দুপুরে উপজেলার পয়ালী গ্রামের তালুকদার বাড়িতে এই ঘটনা ঘটে।

প্রশাসনিক সূত্রে জানা যায়, উপজেলার পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে তার মা-বাবা গোপনে বিয়ে দিচ্ছে বলে খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমকে ঘটনাস্থলে পাঠিয়ে বিয়ে বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে।

অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেয়া থেকে বিরত রাখতে ওই ছাত্রীর মা-বাবাকে অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে বলায় তারা মহিলাবিষয়ক কর্মকর্তার সাথে বাক-বির্তক শুরু করেন।

বিষয়টি খবর পেয়ে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং অঙ্গীকারনামায় মেয়ের বাবা এবায়েদ উল্লাহ তালুকদারকে স্বাক্ষর করান। এ সময় স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :