গ্রিক সভ্যতা ও বিজ্ঞান

গাজী ইয়াসিনুল ইসলাস
 | প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৮, ১০:৫২

দিন ও ঋতুর পরিবর্তন, রাতের আকাশে তারা সম্পর্কে প্রাচীনকালের মানুষের বিজ্ঞান ভিত্তিক ধারণা থাকলেও কুসংস্কারের অভাব ছিল না।

মহাবিশ্ব নিয়ে প্রথম বৈজ্ঞানিক ভাবে ভাবতে শুরু করে গ্রিক দার্শনিকরা। পূর্বে মানুষ পৃথিবীকে গোলাকার থালার মত মনে করত। গ্রিক দার্শনিকেরা ধারণা দেন যে পৃথিবী গোলাকার।

অনেকে বলে পিথাগোরাস (৫৩০ বিসিই-এর কাছাকাছি সময়ে) এই ধারণা প্রতিষ্ঠিত করেন। পিথাগোরাস এখনো বিখ্যাত হয়ে আছেন তার বিখ্যাত থিওরামের জন্য (সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ বাকি দুই বাহুর বর্গের সমান)।

গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস (Democritus, ৪৬০-৩৭০ বিসিই) তত্ত্ব দেন যে, মহাবিশ্ব অসংখ্য অবিভাজ্য ক্ষুদ্রকণা দ্বারা গঠিত। যার নাম দেন অ্যাটম।

মহাবিশ্বের গঠন সম্পর্কে সর্ব প্রথম ধারনা দেন প্লেটো ( প্লেটো, ৪২৯-৩৪৯ বিসিই)।

প্লেটো এবং তার ছাত্র ইউডোক্সাস একটি মডেল দাঁড় করান। তবে মহাবিশ্বের গঠন সম্পর্কে প্লেটোর আরেক ছাত্র অ্যারিস্টটল (৩৮৪-৩২২ বিসিই) যে ধারনা দেন তা বেশি প্রচারণা পায়। এটি মূলত প্লেটোর ধারণার পূর্ণ রূপ।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা