রাতে মৌসুম শুরু করবে মেসির বার্সেলোনা

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৮, ১৪:০২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

গতকাল থেকে শুরু হয়েছে লা লিগার ২০১৮-২০১৯ মৌসুম। সূচি অনুযায়ী আজ মাঠে নামবে লিওনেল মেসির বার্সেলোনা। দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিটে মাঠে নামবে মেসি-কোতিনহোরা।

এই ম্যাচে স্বাভাবিক ভাবেই এগিয়ে বার্সেলোনা। তারপরও ক্লাবটির কোচ ভালভার্দে কোন ছকে মৌসুম শুরু করে সেটাই এখন দেখার বিষয়।

তবে দলে তেমন কোন পরিবর্তন নেই। গোল রক্ষনের দায়িত্বে থাকছেন স্টেগেন। রাইট ব্যাকে নেলসন সেমেডোই। মাঝমাঠ সামলাবেন জেরার্ড পিকে। তার সঙ্গে আছেন সঙ্গে স্যামুয়েল উমতিতি অথবা ক্লিমে লোংলে। পাশাপাশি বায়ে থাকছেন জর্দি আলবা। তাছাড়া দলে আছেন ১৮ বছর বয়সী তরুণ মিরান্ডা।

তাছাড়া ফিলিপে কোতিনহো, ইভান রাকিটিচরা তো আছেনই তাদের সঙ্গে আক্রমণ ভাগে আছেন মেসি, লুইস সুয়ারেজ এবং উসমান দেম্বেলে

রবিবার মৌসুম শুরু করবে রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে গেটাফের বিপক্ষে সোয়া দুইটায় মাঠে নামবে মাদ্রিদ ক্লাবটি।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এইচএ)