ব্যাট করছে ভারত, পান্তের অভিষেক

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৮, ১৭:৩৯ | আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ১৭:৪১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি শুরু হয়েছে আজ। খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল চারটায়। নটিংহামের ট্রেন্ট ব্রিজে টস হেরে ব্যাট করতে নেমেছে সফরকারী ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ দুই উইকেটে ৭২ রান। সাজঘরে ফিরেছেন শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল।

এই ম্যাচের মাধ্যমে টেস্ট ক্রিকেটে অভিষেক হলো ভারতের ২০ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিশাব পান্তের। এর আগে ভারতের হয়ে তিনি চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রিশাব পান্তের।    

সিরিজে ইংল্যান্ড এখন ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সুতরাং, সিরিজ বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে ভারতের জয় পাওয়া অথবা ড্র করার কোনো বিকল্প নেই। এজবাস্টনে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ৩১ রানে জয় পেয়েছিল ইংল্যান্ড।

এরপর লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংলিশরা জয় পেয়েছিল ইনিংস ও ১৫৯ রানে। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ভারত রয়েছে প্রথম অবস্থানে। আর ইংল্যান্ড রয়েছে পঞ্চম অবস্থানে। টেস্ট সিরিজ শুরুর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতে নেয় ২-১ ব্যবধানে। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইংল্যান্ড জিতে নেয় ২-১ ব্যবধানে।

ভারত একাদশ: শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রিশাব পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, জ্যাসপ্রীত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ: অ্যালেস্টার কুক, কিটন জেনিংস, জো রুট (অধিনায়ক), ওলি পোপ, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জস বাটলার, বেন স্টোকস, ক্রিস ওয়েকস, আদিল রশীদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

(ঢাকাটাইমস/১৮ আগস্ট/এসইউএল)