বিদ্যুৎস্পৃষ্টে শিশু, ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৮, ১২:০৫

গাজীপুরের শ্রীপুরে টেপিরবাড়ি গ্রামে রবিবার সকালে বিদ্যুতের ছিড়ে থাকা তারে জড়িয়ে রিথি(৩)নামের এক শিশু মারা গেছে। এছাড়া বরমী বরনল সড়কের কামারবাড়ি মোড়ে ডাম্প ট্রাকচাপায় রহিম মিয়া(৫০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

নিহত শিশু রিথি তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের রানা মিয়ার মেয়ে। আর ট্রাকচাপায় নিহত রহিম মিয়া (৫০) গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বাঁশিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই) রাজিব শাহা জানান, ছাতিরবাজার-টেপিরবাড়ি আঞ্চলিক সড়কের ওপর দিয়ে বিদ্যুতের পার্শ্ব সংযোগ নিয়ে কিছু ব্যক্তি বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। গত রাতে বিদ্যুতের তার ছিড়ে মাটিতে পড়ে যায়। রবিবার সকালে সড়ক পারাপারের সময় রিথি ছিড়ে থাকা তারে জড়িয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এদিকে রবিবার সকাল দশটার দিকে বরমী বরনল এলাকার কামারবাড়ি মোড়ে বালুভর্তি ডাম্প ট্রাক এক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার চালক রহিম মিয়া নিহত হন। নিহত রহিম মিয়া প্রতিদিনের মত তার ব্যবসায়ীক কাজে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় যাচ্ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :