২৬ বছর পর আর্সেনালের এমন বাজে শুরু

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ১২:১৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার শুরুটা ভালো হলো না আর্সেনালের। তারা তাদের প্রথম দুই ম্যাচেই হেরে গেছে। ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর শনিবার চেলসির বিপক্ষে ৩-২ গোলে হেরে গিয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৬ বছর পর আর্সেনালের এমন বাজে শুরু এটি। এর আগে ১৯৯২-৯৩ মৌসুমে প্রথম দুই ম্যাচে হেরেছিল আর্সেনাল।

শনিবার জয় পাওয়ার পর ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে চেলসি। দুই ম্যাচ খেলে তারা দুইটিতেই জয় পেয়েছে। ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে টটেনহ্যাম। ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে এএফসি বার্নাম্যু। শূন্য পয়েন্ট নিয়ে ১৭তম অবস্থানে আছে আর্সেনাল।  

স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন শুরুতেই এগিয়ে যায় চেলসি। নবম মিনিটে গোলটি করেন পেদ্রো। ২০তম মিনিটে আলভারো মোরাতার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। ৩৭তম মিনিটে ব্যবধান কমায় আর্সেনাল। গোলটি করেন হেনরিখ মেখিতারিয়ান। ৪১তম মিনিটে ম্যাচে ২-২ সমতা আনে আর্সেনাল। গোলটি করেন অ্যালেক্স ইয়োবি।

প্রথমার্ধ শেষে ম্যাচে ২-২ সমতা ছিল। বিরতির পর দুই দলই গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। ৮১তম মিনিটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। গোলটি করেন মার্কোস আলোনসো মেন্ডেজ। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/এসইউএল)