চলে গেলেন ‘সাত ভাই চম্পা’ খ্যাত নায়ক সাত্তার

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৫:৩৯ | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৮, ১৫:৩৬

‘সাত ভাই চম্পা’ খ্যাত অভিনেতা আব্দুস সাত্তার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। অভিনেতা সাত্তার শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন।

শনিবার দিবাগত রাত ২ টায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গুণী এ অভিনেতা অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। একই সাথে বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

ইবনে মিজানের ‘আমির সওদাগর ভেলুয়া সুন্দরী’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন আব্দুস সাত্তার। ১৯৮৪ সালে আলমগীর পিকচার্সের ‘রঙিন রূপবাণ’ ছবিতে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। এছাড়াও মধুমালা মদন কুমার, সাত ভাই চম্পাসহ আরো অনেক ছবিতে অভিনয় করেন তিনি।

ঢাকাটাইমস/১৯ আগস্ট/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :