ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থায় সড়ক: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২২:০৫ | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৮, ১৫:৪৪
ফাইল ছবি

অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সড়কের অবস্থা অনেক ভালো বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, মহাসড়কে যান চলাচলে ধীরগতি থাকলেও ঈদে বাড়ি ফেরা মানুষরা যানজটে পড়ছে না।

রবিবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঈদযাত্রা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আগামী বুধবার উদযাপিত হবে ঈদুল আজহা। ঈদের ছুটি তার আগের দিন থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার বিকাল থেকেই ঢাকা ছাড়ছে লাখো মানুষ। শুক্র এবং শনিবার দুই দিন মহাসড়কে ছিল যানবাহনের তীব্র চাপ।

ঈদুল ফিতরেও এই ধরনের চিত্র দেখা যায়। তবে ঈদুল আজহায় সড়ক নিয়ন্ত্রণ আরও বেশি চ্যালেঞ্জের এই কারণে যে, পশুবাহী যানবাহন এই সময় ঢাকামুখীও থাকে। ফলে সড়কের দুই পাশেই যানবাহনের চাপ থাকে আর বিশেষ করে মোড়গুলোতে দেখা দেয় গাড়ির দীর্ঘ সারি।

তবে এবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩টি সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া আর চার লেনের কাজ অনেকটাই শেষ হয়ে যাওয়ায় পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে-সেটা আগেই বলেছেন কাদের। আর এখন পর্যন্ত তীব্র যানজটের কোনো খবর পাওয়া যায়নি কোথাও।

সড়কমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে অতীতের যেকোনো সময়ের চাইতে এ সময় সড়কের অবস্থা অনেক ভালো, এটা আমি বলতে পারি।

‘আমি ঢাকা-টাঙ্গাইলের সড়কের খবর নিয়েছি এখনও কোনো যানজটের খবর পাইনি। যানজট হবে না এটা আমি বলবো না, মঝে মাঝে গাড়ি বিকল হয়ে যায়। ঘাটে ফেরি বিলম্বিত হওয়ার কারণে অনেক সময় ঘাটে গাড়ির যানজট হয়। ফেরিঘাটেও একটু যানজট হয়।’

‘পশুবাহী গাড়িগুলো একটু ধীর গতির হয় একারণে সড়কে অন্য গাড়িরও একটু ধীরগতি হয়। আমি আশা করি যাত্রা এবার গতবারের চেয়ে স্বস্তির হবে। স্পর্শকাতর পয়েন্টে আমরা এবার র‌্যাব মোতায়েন করেছি যাতে করে কোন ধরনের বিশৃঙ্খলা না হয়।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা এবং গোমতী নদী পারাপারে ঈদুল ফিতরের মতোই সেতুর পাশাপাশি ফেরি পারাপারের ব্যবস্থা থাকবে বলেও জানান সড়কমন্ত্রী। জানান, আজ থেকেই এই সেবা চালু করা হবে।

‘আবার ভয়ঙ্কর পরিস্থিতির চেষ্টায় বিএনপি’

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন করে তা প্রতিহত করতে বিএনপি-জামায়াত জোট যেভাবে সহিংস আন্দোলন করেছিল, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে একই ধরনের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন কাদের।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘এখন বিএনপি তো কিছুই মানে না। আইন মানে না, আদালত মানে না, সংবিধান মানে না, বিচার মানে না। আমি এ কথা পরিষ্কারভাবে বলতে চাই, এই জাতীয় নির্বাচনে তারা হেরে যাবে। সে কারণে তারা নির্বাচন থেকে সরে যাওয়ার অযুহাত খুঁজতে পারে।’

‘তারা (বিএনপি) দেশে ২০১৪ সালের মত একটা ভয়ঙ্কর সহিংস পরিবেশ সৃষ্টির গ্রুপিং করছে। বিদেশে বসে তাদের এই খোয়াব বাংলাদেশের জনগণ পূরণ হতে দেবে না। বিএনপি সহিংসতার আশ্রয় নিলে জনগণ তা প্রতিহত করবে, করা হবে।’

মওদুদের গুরুত্ব বাড়াতে চান না কাদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদকে তার নোয়াখালীর বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগটি মিথ্যাচার ও নাটক আখ্যা দেন কাদের। এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘এ ধরনের অভিযোগের জবাব দিতে চাই না। তার বাড়ির সামনে কোনো ধরনের অবরুদ্ধ সে না। বিএনপির লোকও নাই, আওয়ামী লীগের লোকও নাই। মওদুদ আহম্মেদের এটাই হচ্ছে অভ্যাস।’

‘কোটা আন্দোলনের নেপথ্যের যে কুশীলব, এর মধ্যে ওনি (মওদুদ) হচ্ছেন প্রধান ব্যক্তি। আন্দোলনে তিনি ফেল করে রমজানের ঈদে বাড়ি গিয়ে একটা নাটক করেছেন, এটা অবরুদ্ধ হওয়ার একটা নাটক। কিন্তু অবরুদ্ধ তাকে কেউ করেনি। এলাকায় তার সেই অবস্থা নেই। অযথা তার গুরুত্ব আমি কেন বাড়াব।’

‘মওদুদ আহমেদের সেই গুরুত্ব নেই, এলাকায় প্রতিনিধিদের দিয়ে খবর নিন। সে গেছে একটা ইস্যু তৈরি করার জন্য। কোনো দিনও ঈদের আগে বাড়ি যাননি। এবার গেছে রোজার ঈদেও গেছে, এই ঈদেও গেছে। তার উদ্দেশ্য হলো অবরোধের একটা নাটক তৈরি করা। কিন্তু তার বাড়ির সামনে কোনো পুলিশ নেই।’

ঢাকাটাইমস/১৮আগস্ট/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

রুহুল আমিন হাওলাদারের বড় ভাই সুলতান আহমেদ মারা গেছেন

গণতন্ত্রের ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা বিজয়ী হবো: মির্জা ফখরুল

বাসায় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস: প্রতিমন্ত্রী শফিকুর রহমান

স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই: মির্জা আব্বাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :