রাজশাহীতে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৬

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ১৬:৪৩

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীতে বিপুল মাদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজশাহী মহানগরীর ছাড়াও জেলার গোদাগাড়ী ও পবা উপজেলায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ সদস্যরা।

র‌্যাব জানায়, গোদাগাড়ীতে ৮০০ গ্রাম হেরোইনসহ আব্দুল হালিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। রবিবার ভোর ৫টার দিকে উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে  সুজন (২৮), ফিরোজ (২৫), শফিউদ্দিন পালু (৪৮) ও সজিব মিয়া (২৬) নামে চার মাদক বিক্রেতাকে  গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে এক হাজার ৩৫ বোতল ফেনসিডিল।

এছাড়া শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার পবা উপজেলার চকপারিলা গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি ওজনের একটি গাঁজার গাছসহ জনাব আলী (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৬ জনই মাদক কারবারিতে নিজেদের সম্পৃক্ততার দায় স্বীকার করেছেন। মাদকসহ তাদের সংশিøষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/আরআর/ওআর)