ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ১৭:৩০

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মিজানুর রহমান মিজান (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

মিজানুর রহমান হাতীবান্ধা থানায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) পদে কমর্রত ছিলেন। তার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, শুক্রবার সকালে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হলে মিজানুরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। গত বছর কনস্টেবল পদ থেকে পদন্নতি পেয়ে সহকারী উপ পরিদর্শক পদে পদায়ন পান মিজান। তার এক ছেল, এক মেয়ে ও স্ত্রী নাগেশ্বরীর বাসায় থাকায় পুলিশ মেসেই থাকতেন মিজান। রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে বলেও  জানান তিনি।

ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/ইএস