আগস্টেই মুক্তি পাবেন খালেদা: মওদুদ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২৩:৫৩ | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৮, ২১:১০

সরকার আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করলে চলতি মাসেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাবেন বলে ভবিষ্যৎবাণী করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের আইনমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া গ্রেপ্তারের তিন সপ্তাহের মধ্যে জামিনে বের হয়ে যাওয়ার কথা। এখন যে অবস্থায় এসেছে, আর দুটি মামলার জামিন বাকি রয়েছে। এখন হাইকোট নির্দেশ দিয়েছে সাত দিনের মধ্যে এগুলো নিষ্পত্তি করার জন্য ‘

‘বেগম জিয়ার জামিন হাইকোর্ট থেকে নেয়া হবে। সরকার যদি আর কোন রকম হস্তক্ষেপ না করে, তাহলে বেগম জিয়া এ মাসের মধ্যে জামিনে মুক্ত হবেন।’

রবিবার নোয়ালাখীর কোম্পানিগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। এই মামলায় তার জামিন হলেও আরও ছয় মামলায় থাকা গ্রেপ্তারি পরোয়ানার কারণে তিনি মুক্তি পাচ্ছেন না।

অবশ্য এসব মামলার মধ্যে বেশ কয়েকটিতে বিএনপি চেয়ারপারসন জামিন পেয়েছেন এবং বাকিগুলোতেও তার আইনজীবীরা আদালতে লড়াই করছেন।

মওদুদ আহমদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার হাইকোর্টের যে জামিন (অরফানেজ ট্রাস্ট মামলা), তা ১ অক্টোবর পর্যন্ত দেয়া আছে। তিনি ছয় মাস জেলখানায় আছেন সরকারের হস্তক্ষেপের কারণে।’

সাবেক প্রধানমন্ত্রী যেদিন মুক্তি পাবেন, সেদিন বাংলাদেশে নতুন করে গণজোয়ার সৃষ্টি হবে বলেও দাবি করেন বিএনপি নেতা। বলেন, ‘সে গণজোয়ার ঠেকানো কারও সাধ্য থাকবে না।’

‘গত ১০ বছরের অত্যাচার, নির্যাতন, দুঃশাসন, কু-শাসন, অপশাসন এগুলো সব পুঞ্জিভূত একটি ক্ষোভের বিষ্ফোরণ ঘটবে এবং সেটা বেগম জিয়ার মুক্তির মধ্য দিয়েই ঘটবে।’

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক করে আটশ কোটি টাকা চুরি, ভল্টের ‘স্বর্ণ কেলেঙ্কারি’, দেড় লক্ষ টন কয়লা, আড়াই লাখ টন খনিরের হিসাব না মেলার ঘটনায় কাউকে গ্রেপ্তার না হওয়ারও সমালোচনা করেন মওদুদ।

বিএনপি নেতা বলেন, ‘এটাতে প্রমাণ করে এ সরকারের কোন জবাবদিহিতা নেই। এ সরকার গভীরভাবে দুর্নীতির সাথে জড়িত এবং তাদের নিজস্ব লোকজন এসব দুর্নীতির সাথে জড়িত। এ জন্য দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।’

ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :