‘এই জয়টা খুব দরকার ছিল’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৮, ২২:৫৯

সঙ্গতকারণেই দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন দেখেনি বাংলাদেশ। প্রথম রাউন্ড থেকে বিদায় ধরে নিয়ে ২১ আগস্ট ফিরতি ফ্লাইটের বুটিং দিয়ে রাখা হয়েছিল। সেই বুটিং বাতিল করতে হয়েছে।সব হিসেব পাল্টে কাতারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়াড ফুটবলের দ্বিতীয রাউন্ডে পৌঁছে গেছে বাংলাদেশ (অনূর্ধ্ব-২৩)।

ফিফা র‌্যাঙ্কিংয়ে কাতার ৯৪, আর বাংলাদেশ ১৯৪।২০২২ বিশ্বকাপে সরাসরি বিশ্বকাপে অংশ নিবে মধ্যপ্রাচের এ দেশটি। এই কাতারের বিপক্ষে জয়কে দেশিয় ফুটবলের জন্য ইতিবাচক ও আশাব্যাঞ্জক হিসেবে দেখছেন ফুটবল সংশ্লিষ্টরা।নারী ও পুরুষ বয়সভিত্তিক দলগুলো সাফল্য পেলেও জাতীয় দল শোচনীয় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলো।মাঠের পারফরম্যান্স এতটাই খারাপ যে, জাতীয় দলকে বাধ্য হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে রাখা হয়েছিল দীর্ঘদিন। দারুণ চাপে ছিল বাফুফে বর্তমান কমিটি।

টানা ব্যর্থতার পর অবশেষে ফুটবলে ফল পেল বাংলাদেশ। দারুণ এ জয়ে স্বস্তি ফিরেছে বাফুফেতে। সংস্থাটির প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন ঢাকা টাইমসকে বলেন,‘ যে কোনো ফল আসতে সময় লাগে। মেয়েরা অনেক দিন ধরেই ভালো করছে। এটা এমনিতে হয়নি। এ জন্য পরিকল্পনা করতে হয়েছে। জাতীয় দলও আশা করি এক সময় ভালো করব। অনেক কথা অনেকে বলেন, কিন্তু তারা সত্যটা স্বীকার করতে চান না। আমরা কাজ করে যাচ্ছি।’

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন,‘ এই জয়টা খুব দরকার ছিল। এটা স্বস্তির জয়। আমরা চাপে ছিলাম, এটা স্বীকার করতে দ্বিধা নেই। দারুণ একটি জয়। কাতার অনেক শক্তিশালী দল। বাংলাদেশ যে আসলে ভিতরে ভিতরে উন্নতি করেছে সেটা দেখিয়ে দিল। সামনের ম্যাচটা আমাদের জন্য অনেক টাফ। তবে ওই ম্যাচেও বাংলাদেশ ভালো খেলবে বলে আশা করি।’

(ঢাকাটাইমস/১৯আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :