ফেনীতে গুলিতে দুই ‘মাদক কারবারি’ নিহত

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৮, ০৯:৪৭
ফাইল ছবি

ফেনীর শহরতলীর বিসিক শিল্পনগরী এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন, যারা মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। সোমবার ভোর চারটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‍্যাব জানায়, রাতে বিসিক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়েছেন র‍্যাব। ভোর চারটার দিকে মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন মামুন মোর্শেদ ও আল আমিন নামের দুই ব্যক্তি। র‍্যাব সদস্যদের দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‍্যাব ধাওয়া দিলে তারা গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে মামুন ও আল আমিন নিহত হয়।

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। এছাড়া মোটরসাইকেল তল্লাশি করে ২৪ হাজার ৭শ’ ইয়াবা পাওয়া যায়।

নিহত মামুন গাজীপুরের টঙ্গী থানার আবুল কালামের ছেলে ও আল আমিন রাজধানীর উত্তরা এলাকার ইউসুফ আলীর ছেলে।

র‍্যাব-৭ এর অধিনায়ক শাফায়াত জামিল জানান, নিহতদের মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর স্বজনদের ডেকে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকাটাইমস/২০আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :