পাবনায় বিশ্বাস ভবনে আগুনে, পুড়ল ১০ ব্যবসা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৮, ১০:১১

পাবনা শহরের ট্রাফিক মোড়ের পাশে অবস্থিত বিশ্বাস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংক, বীমা ও ওষুধের দোকানসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার ভোর সাড়ে চারটার দিকে ছয় তলা ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে হঠাৎ ভবনটির নিচতলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন দুই তলা ও তিন তলার বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট দুই ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে।

পাবনা দমকল বাহিনীর সহকারী পরিচালক এম সাইফুল ইসলাম জানান, কিভাবে আগুন লেগেছিল তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ভবনে থাকা ব্যাংক-বীমা, ওষুধের দোকানসহ অন্তত দশটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঢাকাটাইমস/২০আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :