গণপূর্তে নয়া জনবল কাঠামোতে ব্যাপক পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৪:৪৬ | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৮, ১৪:৩৪

নয়া জনবল কাঠামোতে ব্যাপক পদোন্নতি গণপূর্তের কর্মকর্তারা। নতুন অর্গানোগ্রাম অনুযায়ী পদোন্নতি ও বদলির আদেশে ঈদের আগেই ঈদের আনন্দ বিরাজ করছে সরকারের অন্যতম প্রধান এ প্রকৌশল প্রতিষ্ঠানে। নবসৃষ্ট অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ইএম/পিএন্ডডি) পদে সুবাস কুমার ঘোষ, ঢাকা মেট্টোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হলেন উৎপল কুমার দে।

রবিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসা. সুরাইয়া বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন বদলি ও পদোন্নতি ঘটনা ঘটে।

এছাড়া নবসৃষ্ট গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হয়েছেন মো. আবুল খায়ের, নবসৃষ্ট ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হলেন সেলিম খান। এছাড়া বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হয়েছেন মো. নাছিম খান। স্বাস্থ্য উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়েছেন ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন হায়দার।

এছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে যারা পদোন্নতি পেয়েছেন তাদের মধ্যে একেএম সোহরাওয়ার্দ্দী ঢাকা গণপূর্ত সার্কেল-১, প্রদীপ কুমার বসু বরিশাল, মো. কবির হোসেন প্রেষনে স্থাপত্য অধিদপ্তরে, মো. রেজাউল ইসলাম টাঙ্গাইল, শঙ্কর কুমার মালো সাভার সার্কেল, মুহাম্মদ সারওয়ার জাহান দিনাজপুর, মোহা: উজির আলী চট্টগ্রাম, শফিকুল ইসলাম গোপালগঞ্জ, নন্দিতা রাণী সাহা সংস্থাপন এবং দেওয়ান মাউদুদুর রহমান প্রেষনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলে।

গণপূর্তের ই/এম-এর যারা তত্ত্বাবধায়ক প্রকৌশলী হলেন তারা হলেন, আশ্রাফুল হক গণপূর্ত এমআইএস সার্কেল, গাজী নাসিমুর রেজা ডিজাইন সার্কেল, মো. আবুল হোসেন সার্কেল-৪, মো. আলমগীর খান চট্টগ্রাম সার্কেল, মো. আবুল কালাম সার্কেল-১ এবং মো. কায়কোবাদ প্লানিং সার্কেল।

ঢাকাটাইমস/২০আগস্ট/এমএম/ডিএম

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :