জ্যাক মা'র সেরা কিছু উক্তি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৪:৪৮ | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৮, ১৪:৩৭

চীনা ব্যবসায়ী জ্যাক মা। বিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা। তার আসল নাম মা ইয়ুন। ১৯৬৪ সালের ১০ সেপ্টেম্বর চীনের জিজিয়াং প্রদেশে তার জন্ম।

কোনো মতে স্কুলের গণ্ডি পাড়ি দিয়েছিলেন জ্যাক। পেশাজীবনে ৩০ বার চাকরির চেষ্টা করে বাদ পড়েছেন। শেষ পর্যন্ত ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন ই-কমার্স সাইট আলিবাবা।

ফোর্বস ম্যাগাজিনের সর্বেশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ২০তম ধনী ব্যক্তি তিনি। বর্তমান সম্পদের পরিমাণ ৩৮.১ বিলিয়ন ডলারের বেশি।

জ্যাক মা মনে করেন, নিজের ওপর বিশ্বাস থাকলে বড় স্বপ্ন দেখতে কোনো বাধা নেই। যদি স্বপ্নটা বেঁচে থাকে, তাহলে আপনার বেঁচে থাকাও হবে রোমাঞ্চকর। জ্যাক মা বলেন, ‘হাল ছেড়ে দেয়া হলো সবচেয়ে বড় পরাজয়।’

সফল হতে হলে কী করা উচিত, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বিভিন্ন সময় এ প্রসঙ্গে তরুণদের পরামর্শ দিয়েছেন তিনি। চলুন সাফল্যের শীর্ষে আরোহণ করা এই ব্যক্তিটি কিছু উক্তি সম্পর্কে জেনে নিই।

  • আমি প্রযুক্তিবিদ নই। কিন্তু গ্রাহকদের চোখ দিয়ে, সাধারণ মানুষের চোখ দিয়ে আমি প্রযুক্তি দেখি।
  • ক্ষুধার্ত থাকো এবং স্বপ্নের পেছনে দৌড়াও।
  • দরিদ্র হয়ে জন্মানো দোষের না কিন্তু দরিদ্র হয়ে বাকি জীবন পাড় করাটাই দোষের।
  • আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের ৩৫ বছর বয়সেও সেই দরিদ্রই থাকেন তবে দরিদ্র হয়ে থাকাটা আপনার কপালের দোষ নয়, আপনি এটি প্রত্যাশা করেন। কারন আপনি আপনার যুবক বয়সকে কোন কাজে লাগাতে পারেননি, আপনি সম্পূর্ণভাবে সময়টা নষ্ট করে দিয়েছেন।
  • জীবনে অনেক উপরে উঠতে হলে ২৫ বছর থেকেই শুরু করুন, নিজে পরিকল্পনা করুন, তাই করুন যা আপনি উপভোগ করতে জানেন।
  • এগিয়ে যাও তা না হলে ঘরে ফিরে যাও।
  • আপনি গরিব। কারণ আপনার দূরদর্শিতার অভাব।
  • আপনার দারিদ্রতা কারণ আপনি ভীরুতাকে জয় করতে পারেননি।
  • আপনি গরিব কারণ আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা, ব্যবহার করতে পারেননি।
  • আপনি দরিদ্র তাই সবাই আফসোস করলে কেউই আপনাকে সচ্ছল বানিয়ে দিবে না।
  • যখন আপনার বাবা মায়ের চিকিৎসা ব্যয় আপনি মিটাতে পারবেন না কেউই আপনাকে তা দিবেন না।
  • নিজের জন্য নিজেকেই এগিয়ে আসতে হবে। চিন্তা করতে হবে, ভাবনার সঙ্গে বাস্তবতার সন্নিবেশ ঘটাতে হবে।
  • জ্যাক মা আরো বলেন, অনেকেই হতাশ হয়ে যায়। যখন আমাদের টাকা থাকে তখন আমরা ভুল করা শুরু করি।
  • তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনো তোমার সুযোগ আছে। হাল ছেড়ে দওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা।
  • কখনো সরকারের সঙ্গে ব্যবসা করো না। তাদের সঙ্গে ভালোবাসা রেখো কিন্তু বিয়ে বসো না।
  • আমি নিজেকে সবসময় আনন্দিত রাখতে চেষ্টা করি। কারণ আমি জানি যদি আমি খুশি না থাকি তবে আমার সহকর্মী, অংশীদার ও ক্রেতারাও খুশি থাকবে না।
  • সুযোগ সেখানেই নিহিত যেখানে অভিযোগ আছে।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :