শেষ মুহূর্তে জমে উঠেছে মাদারীপুরে কোরবানির পশুর হাট

সাগর হোসেন তামিম, মাদারীপুর
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৮, ১৫:২৫

শেষ মুহূর্তে জমে উঠেছে মাদারীপুরের চার উপজেলার প্রায় অর্ধশত কোরবানির পশুর হাট। এরমধ্যে দক্ষিণাঞ্চলের বৃহত্তর টেকেরহাটে দূর-দুরান্ত থেকে গরু-ছাগল নিয়ে আসছেন বিক্রেতারা। এবছর গরুর দাম স্বাভাবিক থাকায় গরু কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা।

গরু ব্যবসায়ী ওবায়দুল মুন্সী ও ওলিউল্লাহ খান বলেন, ‘গরু লালন পালন করতে খরচ অনেক বেশি। এ বছর গরুর দাম একটু কম থাকায় লোকসানের আশংকা বেশি। মোল্লার হাট থেকে আসা গরুর বেপারী চিরঞ্জন শারিয়া বলেন, বাজার দর একটু নরম, লোকসানের আশঙ্কা আছে।’

ঘোষালকান্দী থেকে কোরবানির গরু কিনতে আসা বাবলু বলেন, সকালের তুলনায় কোরবানির পশুর দাম অনেক বেশি। এবছর ক্রেতার তুলনায় গরু অনেক বেশি আছে কিন্তু দাম কমছে না।

নীলু হাওলাদার গরুর বেপারী বলেন, ‘এবছর হাটের সব থেকে বড় গরুটা আমি এনেছি। সাত লক্ষ টাকা দাম চেয়েছি, ক্রেতারা চার লক্ষ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম বলেছে।

গরুর বেপারী নুরু মুন্সী বলেন, আমি ১৮টি গরু বিক্রির জন্য এনেছি, দুটো বিক্রি হয়েছে। এ বছর প্রচুর গরু উঠায়, দাম স্বাভাবিক থাকায়, ক্রেতারা ঘোরা-ফেরা করছে। ভালো মোটা-তাজা ও পছন্দের গরু কিনবে তাই হাট ঘুরে ফিরে দেখছে।

পূর্ব স্বরমঙ্গল থেকে আব্দুল কুদ্দুস বেপারী জানান, এই হাটে ৪০ হাজার থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত দামের গরু উঠছে। ব্যবসায়ীরা এ বছর গরুর মূল্য বেশি চাওয়ার কারণে ক্রেতারা দরদাম করতে হিমশিম খাচ্ছে। আস্তে আস্তে হাটে ক্রেতা বাড়ছে আর ব্যবসায়ীরা চরা দাম চাচ্ছে।

হাটের এজারাদার আব্দুল হক বেপারীর সাথে কথা বলে জানা যায়, টেকেরহাট কোরবানির পশুর হাটে বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণ গরু আসছে। এখন প্রচণ্ড গরমের কারণে বেচা-কেনা একটু কম হলেও বিকালে বেচাকেনা বাড়বে বলে আশা করি। এ বছর রাজৈরের বিভিন্ন বাজারে কোরবানির পশুর হাট জমে উঠেছে।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা নিরাপত্তার জন্য আইন শঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে।

রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ জানান, বৃহত্তর টেকেরহাটে বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণ গরু আশে ও উপজেলার ঐতিহ্যবাহী হাট।

এছাড়াও জেলার চরমুগরিয়া হাট, উৎরাইল হাট, পাঁচখোলা হাটেও ভিড় লক্ষ্য করা গেছে।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ বিদ্যুতে চলছে ইউপি কার্যালয়

কেজি দরে অপরিপক্ব তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :