রোনালদোর কারণে দর্শকহীন রিয়াল ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৮, ১৫:৩৩

আগে থেকেই ধরে নেওয়া হয়েছিল পর্তুগিজ তারকা ইতালিতে পাড়ি জমালে দর্শকহীনতায় ডুববে রিয়াল মাদ্রিদ। যেমন অনুমান তেমনি তার ফলাফল। গতকাল ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে রোনালদো বিহীন লা লিগার মৌসুম ‍শুরু করে রিয়াল। আর এই ম্যাচে অর্ধেক দর্শকও ছিল না পুরো বার্নাবেউ স্টেডিয়ামে।

এদিন দানি কারভাহালের এবং গ্যারেথ বেলের গোলে গেটাফকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে পুরো স্টেডিয়ামে দর্শক সংখ্যা ছিল ৪৮ হাজার ৪৬৬জন। অথচ রোনালদো থাকা অবস্থায় ক্লাবটির অনুশীলন দেখতেই এত সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যেত।

গত দশ বছরে বার্নাবেউর সবচেয়ে কম দর্শক উপস্থিতি ছিল এই ম্যাচে। সবশেষ এমন কম উপস্থিতি ছিল ২০০৮-০৯ মৌসুমে। সেবার টানা কয়েক ম্যাচ হারার পরে দর্শক উপস্থিতি কমেছিল। আর এবার সিআর সেভেনের অনুপস্থিতিতে আবার এমন দর্শকহীনতার ম্যাচ দেখলো সান্তিয়াগো বার্নাবেউ। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ীর তারকার সঙ্গে সঙ্গে দর্শকদের ভালোবাসাও হারাল মাদ্রিদ ক্লাবটি।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :