তুরস্কে মার্কিন দূতাবাসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৬:১৭ | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৮, ১৫:৪০

তুরস্কের রাজধানী আঙ্কারাতে সোমবার যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে একটি গাড়ি থেকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। একটি নিরাপত্তা চৌকির জানালায় গুলি লেগেছে, তবে কেউ হতাহত হয়নি বলে বিবিসিকে পুলিশ জানিয়েছে।

মার্কিন ধর্মযাজকের বিচারকে কেন্দ্র করে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

বার্তা সংস্থা রয়টার্সকে একজন পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় সময় সোমবার ভোরে পাঁচটার দিকে এই হামলার ঘটনা ঘটে। তবে কেউ আহত হয়নি।

ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি চলায় এই সপ্তাহে দূতাবাস বন্ধ আছে।

নিউজ চ্যানেল সিএনএন তুর্ক জানায়, হামলার পর একটি সাদা রঙের গাড়িতে করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। চার থেকে পাঁচটি গুলির শব্দ শোনা গেছে। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।

গণমাধ্যম হাবারতুর্কে সম্প্রচারিত ফুটেজে দূতাবাসটির একটি প্রবেশ পথে পুলিশের একটি দলকে তদন্ত করতে ও একটি জানালার কাচে ছিদ্র দেখা গেছে, যেটি দেখে গুলির কারণে সৃষ্ট বলে মনে হয়েছে। দূতাবাসের প্রবেশ পথের সামনে রাস্তার পাশে গুলির খোসাও পড়ে থাকতে দেখা গেছে।

অতীতে আঙ্কারার মার্কিন দূতাবাস ও ইস্তাম্বুলের মার্কিন কনস্যুলেট বহুবার জঙ্গিদের লক্ষ্যবস্তু হয়েছে এবং বহু হুমকি মোকাবিলা করেছে।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :