ডিএন‌সি‌সির ত্রৈমা‌সিক 'নগ‌রিয়া’র যাত্রা

প্রকাশ | ২০ আগস্ট ২০১৮, ২১:০০

‌নিজস্ব প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস

নিজেদের উল্লেখযোগ্য কর্মকাণ্ড নগরবাসীর কা‌ছে ফুটি‌য়ে তুলতে যাত্রা শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ত্রৈমাসিক পত্রিকা ‘নগরিয়া’।

‌সোমবার দুপু‌রে ‌ডিএন‌সি‌সির নগর ভব‌নে কুরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনার ওপর আ‌য়ো‌জিত সংবাদ সম্মেল‌নে প‌ত্রিকাটির উদ্বোধন করা হয়।

এ সময় ডিএনসিসির প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা ও আলেয়া সারোয়ার ডেইজী, প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়াসহ কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

নগরিয়ার সম্পাদক হিসেবে রয়েছেন ডিএনসি‌সির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

তিনি জানান, তিন মাস পরপর নিয়মিত প্রকাশ করা হবে নগরিয়া। আর এটি বিনামূ‌ল্যে পৌঁ‌ছে যা‌বে নগরবা‌সীর ‌দোরগোড়ায়।

‌তি‌নি আরো জানান, প্রথম সংখ্যায় নাগরিক সেবা সংক্রান্ত তথ্য সম্বলিত লেখা ছাড়াও প্রয়োজনীয় যোগাযোগের ফোন নম্বর দেয়া হয়েছে, যাতে জনসাধারণ সরাসরি যোগাযোগ করে সেবা চাইতে পারেন।

প্রথম সংখ্যায় আড়াই লাখ কপি ছাপানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। আর এটি প্রকাশে সহযোগিতা ক‌রে‌ছে জাপানভিত্তিক বেসরকারি সংস্থা সিডস এশিয়া।  

(ঢাকাটাইমস/২০আগস্ট/এএ‌কে/ইএস)