প্রাইভেটকারে বাসের ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ১১:০৪ | আপডেট: ২১ আগস্ট ২০১৮, ১২:৫৮

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই সহোদর নিহত  হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্ত্রী। তাকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর শরীফপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান বলেন, কোরবানি ঈদ করতে ঢাকায় রুপালী ব্যাংকে কর্মরত কর্মকর্তা প্রিন্স সরদার (৩৬), তার স্ত্রী ফেরদৌসি কেকা (৩২) ও বড় ভাই শিমুল সরদারকে নিয়ে ঢাকা থেকে একটি প্রাইভেটকারে করে বাড়িতে ফিরছিলেন। তাদের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মুলঘর এলাকার গ্রামে।

নিহত রুপালী ব্যাংক কর্মকর্তা প্রিন্স সরদার

পথে ঢাকা থেকে পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস তাদের প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি দেয়ালে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ওই দুই সহদোর নিহত হন। নিহত প্রিন্সের স্ত্রী ফেরদৌসি কেকা মারাত্মক আহত হন।

নিহতদের উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/ওআর)