‘একুশে আগস্টের ঘাতকদের ফাঁসি চাই’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৮, ১২:৩৮

একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে এক সন্ত্রাস বিরোধী সমাবেশ করেছে ফরিদপুর কৃষকলীগ। এসময় একুশে আগস্ট গ্রেনেড হামলাকারিদের ফাঁসির দাবিতে এক মানববন্ধন করেন তারা। মানববন্ধনে গ্রেনেড হামলাকারিদের ফাঁসি চেয়েছেন তারা।

২০০৪ সালে ২১আগস্টে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাসহ সব ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান কৃষকলীগ নেতারা।

মঙ্গলবার বেলা ১১টার সময় ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর কৃষক লীগের আয়োজনে এই মানবন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে আওয়ামী লীগের সমাবেশে হামলাকারি ও পরিকল্পনাকারিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

পৌর কৃষক লীগের আহ্বায়ক আওয়াল ফকিরের সভাপতিত্বে আধা ঘণ্টাব্যাপী এই কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম, আলফাডাঙ্গা আওয়ামীগের সভাপতি আবু হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক নূরুল বাশার মিয়া, বোয়ালমারীর কৃষকলীগ নেতা মনিরুজ্জামান লিটন মৃধা, অ্যাডভোকেট জামাল হোসেন মুন্না, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইনামুল হাসান, রফিকুল ইসলাম রাজিব, যুবলীগের কামরুজ্জামান কদর, ছাত্রলীগের মুজাহিদুল ইসলাম নাঈম প্রমুখ।

সভায় বক্তারা, অবিলম্বে একুশের আগস্টের ঘাতকদের ফাঁসির দাবি জানান।

(ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :