ঠাকুরগাঁওয়ে কাকার দায়ের কোপে ভাতিজির মৃত্যু

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ১৩:২৮

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁও সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে কাকার দায়ের কোপে ভাতিজি নিহত হয়েছেন। তার নাম বনবাসী বর্মন। এ ঘটনায় পুলিশ ঘাতক কাকা ধর্ম বর্মনকে আটক করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলার জগন্নাথপুরের সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে বেশকিছুদিন ধরে কাকা ভাতিজির বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ভোরে নিহত বনবাসী ও তার স্বামী জগেশ বর্মন ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের নিচে বসে ছিলেন।

এ সময় কাকা ধর্ম বর্মন ধারালো দা দিয়ে ভাতিজির উপর হামলা চালায়। তার অতর্কিত দায়ের কোপে মাটিতে লুটিয়ে পড়েন বনবাসী। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় স্ত্রীকে রক্ষা করতে গেলে বনবাসীর স্বামী জগেশ চন্দ্র বর্মন, ছেলে গৌবরকেও  কুপিয়ে জখম করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ কাকা ধর্ম বর্মনকে আটক করেছে ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/ওআর)