পিসিবি চেয়ারম্যানের পদত্যাগ, ইমরানের নতুন চেয়ারম্যান মানি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৪:৫৪ | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৮, ১৪:০২

পদত্যাগ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। সোমবার আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগ পত্র জমা দিলেন তিনি।

তার পদত্যাগ করার কিছুক্ষন পরই নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নতুন চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পাচ্ছেন আইসিসি প্রেসিডেন্ট এহসান মানি।

ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পর পিসিবি চেয়ারম্যানের অবস্থান নিয়ে আশঙ্কা ছিল। কারণ দুজনের মাঝে তিক্ততা বেশ পুরোনো। যার কারণে ইমরান খান দায়িত্বে আসার সঙ্গে সঙ্গেই বদলে যায় নাজাম শেঠির অবস্থান।

মোট তিন বার পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন শেঠি। প্রথম দুই দফায় ছিলেন ২০১৩ এবং ২০১৪ সালে। এরপর তৃতীয় দফায় গত বছর দায়িত্ব গ্রহণ করেছিলেন।

আর নতুন চেয়ারম্যানের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক বহু দিনের। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৬ পর্যন্ত আইসিসিতে পিসিবির প্রতিনিধি হিসেবে ছিলেন।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :