মসজিদুল হারামের ইমাম গ্রেপ্তার

আমীর চারু, সৌদি আরব প্রতিনিধি
| আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৭:০৭ | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৮, ১৪:৩৭

সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারাম বা কাবা শরিফের ইমাম শেখ সালেহ আল তালিবকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

সৌদি রাজ পরিবারের গৃহীত নানা কাজ যা ইসলামের দৃষ্টিতে সমর্থনযোগ্য নয় এমন সব বিষয় নিয়ে বক্তব্য দেয়ায় আল তালিবকে গ্রেপ্তার করা হয়েছে বলে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০১৭ সাল থেকে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চালানো দুর্নীতিবিরোধী অভিযানের সময় থেকে রাজ পরিবারের বিরুদ্ধে কথা বলায় বহু মানবাধিকার কর্মী, সাংবাদিক, ব্যবসায়ী এবং আধুনিক চিন্তাশীল আলেমদের গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি কারাগারে থাকা প্রখ্যাত ইসলামী বিশেষজ্ঞ শেখ সুলেইমান দয়েসের মৃত্যু হয়। কারাগারে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করায় ২০১৬ সালের এপ্রিলে তাকে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ।

ঢাকাটাইমস/২১আগস্ট/এসি/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :