সুন্দরব‌নের ‘জা‌কির বা‌হিনী’ প্রধানসহ আটক ৯

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ১৫:২৪ | আপডেট: ২১ আগস্ট ২০১৮, ১৫:৩০

খুলনা প্র‌তি‌নি‌ধি, ঢাকাটাইমস

সুন্দরব‌নের সাতক্ষীরা রে‌ঞ্জের মালঞ্চ নদী থে‌কে র‌্যাব-৬ অ‌ভিযা‌নে দুর্ধর্ষ দস্যু জাকির বা‌হিনী প্রধানসহ ৯জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তাদের কাছ থে‌কে ৮টি বি‌দেশী আগ্নেয়াস্ত্র ১৪৭ রাউন্ড গু‌লি উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার দুপু‌রে খুলনায় র‌্যাব-৬ কার্যাল‌য়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানা‌নো হয়।

আটক নয়জন হচ্ছেন, জাকির বা‌হিনীর প্রধান জাকির, সবুজ আকন, ওমর ফারুখ, মতলেব সরদার, শাহ আলম সানা, ‌মিজানুর রহমান ওর‌ফে রু‌বেল, রফিকুল ইসলাম, হা‌ফিজুর রহমান, মোস্তা‌কিন।

র‌্যাব-৬ স্পেশাল কোম্পানি কমাণ্ডার এনা‌য়েত হোসেন মান্নান জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সোমবার সন্ধ্যায় সুন্দরব‌নের সাতক্ষীরা রে‌ঞ্জের মালঞ্চ নদীতে অ‌ভিযান চা‌লি‌য়ে জলদস্যু জা‌কির বা‌হিনী‌কে আটক করা হয়। প্রথ‌মে তা‌দের চার‌দিক থে‌কে ঘি‌রে ফে‌লে ৮ রাউন্ড গু‌লি ক‌রে আতঙ্ক সৃ‌ষ্টি করা হয়। পরে তাদের আটক করা হয়। তা‌দের বিরু‌দ্ধে ডাকা‌তির প্রস্তু‌তি ও অস্ত্র আই‌নে পৃথক মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে। 

(ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/ওআর)