নরসংদীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৮, ১৬:১৪

এলাকায় আধিপত্য বিস্তার ও মামলার জের ধরে নরসংদীর চরাঞ্চল অনন্তপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই গ্রামবাসীর সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। গুরুতর আহত ৫ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত মোহাম্মদ আলী (৩০) অন্তরামপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমঙ্গীর হোসেনের সমর্থক।

পুলিশ জানিয়েছেন, এলাকার আধিপত্য, পূর্ব শত্রুতা ও মামলার জের ধরে অনন্তরামপুর গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলমঙ্গীর হোসেনের সঙ্গে একই গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি নেওয়াজ আলী মেম্বারের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত কয়েক মাসে উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

এর পর থেকে বিএনপি সমর্থিতরা গ্রাম ছাড়া হয়ে পড়ে। কোরবানির ঈদকে ঘিরে নেওয়াজ আলী মেম্বারের সমর্থকরা গ্রামে ফিরে আসেন। এই নিয়ে উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমঙ্গীর হোসেনের সমর্থক মোহাম্মদ মারা যায়।

এ খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতদের পার্শ্ববর্তী নবীনগর, বাঞ্ছারামপুর, নরসিংদী সদর ও জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাধবদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :