রাজধানীতে কোথায় কখন ঈদ জামাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ আগস্ট ২০১৮, ২১:২৪ | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৮, ২১:০৯
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত রাজধানীসহ সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানীর দুই সিটি করপোরেশনে এবার ৪০৯টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতসহ ঈদুল আজহার ২৩০টি এবং উত্তর সিটি করপোরেশনে ১৭৯টি জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতী মাওলানা মুহাম্মদ এহ্সানুল হক। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মিরপুরের জামেয়া আরাবিয়া আশরাফিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুযযামান। এখানে সাধারণ মানুষের পাশাপাশি রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন।

তবে আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাড়ে আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররমে প্রথম জামাত সকাল সাতটায়

বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায়, তৃতীয় জামাত ৯টায়, চতুর্থ জামাত ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররমে প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী; দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুশতাক আহমাদ; তৃতীয় জামাতে মহাখালী হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম আল মা’রূফ, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং পঞ্চম ও শেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী ইমামতি করবেন।

সংসদ ভবনের জামাত সাড়ে ৭টায়

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা এখানে জামাতে অংশ নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে প্রথম জামাত ৮টায়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেটসংলগ্ন মাঠে সকাল ৭টায়, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল লেনে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

পুরান ঢাকার ইসলামবাগ ঈদগাহে প্রথম জামাত ৭টায়

পুরান ঢাকার ইসলামবাগ ঈদগাহ ময়দানে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়। এ ঈদগাহের প্রথম জামাতে ইমামতি করবেন শাইখুল হাদিস মাওলানা হাফেজ মঞ্জুরুল ইসলাম আফেন্দী, দ্বিতীয় জামাতের ইমামতি করবেন মুফতি বশীরুল হাসান খদেমানী ও তৃতীয় জামাতের ইমামতি করবেন মাওলানা হাফেজ নোমান আহমদ।

বৃষ্টিজনিত কারণে ঈদগাহ মাঠে যদি নামাজ আদায় করা সম্ভব না হয় তাহলে ইসলামবাগ বড় মসজিদে উপরোক্ত সময়সূচি অনুযায়ী পর পর ৩টি জামাত অনুষ্ঠিত হবে।

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া মাদ্রাসায় ৮টায়

বকশীবাজার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত সকাল ৮টায়। সরকারি মাদ্রাসা-ই আলীয়ার উপাধ্যক্ষ শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ আবদুর রশীদ এ জামাতের ইমামতি করবেন।

অন্যান্য ঈদের জামাত

ধানমণ্ডি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। মিরপুর-১২ নম্বর সেকশনের এ-ব্লকের হারুন মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৬টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

কাওরানবাজার আম্বরশাহ শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আতাউল্লাহ।

কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টা, দ্বিতীয় জামাত সাড়ে ৮টা এবং তৃতীয় জামাত সোয়া ৯ টায় অনুষ্ঠিত হবে।

মিরপুর মীরবাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে সকাল ৭টায়, পশ্চিম আগারগাঁও দারুল ঈমান জামে মসজিদে সকাল ৭টায়, মোহাম্মদপুর মসজিদ এ তৈয়্যেবিয়ায় সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

খিলগাঁও পল্লীমা সংসদ ময়দানে সকাল সাড়ে ৭টায়, সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত হবে।

এছাড়াও গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। ধানমন্ডি জামে মসজিদে সকাল ৮টায়। পুরান ঢাকার লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, নূরানী জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এমএবি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :