বায়তুল মুকাররমে ঈদ জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৮, ০৯:৪০

ত্যাগের মহিমায় সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষ্যে বুধবার সকাল সাতটায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকী নদভী।

নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। পরে কোলাকুলি করে পারস্পরিক সৌহার্দ্য বিনিময় করেন মুসল্লিরা।

এরপর সকাল আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ। সকাল নয়টায় অনুষ্ঠিত হওয়া তৃতীয় জামাতের ইমামতি করেন মহাখালী হাসাইনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম আল মারুফ।

এছাড়া বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আরও দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় চতুর্থ জামাত এবং সকাল পৌনে ১১টায় পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে।

চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং পঞ্চম জামাতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডশনের উপপরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী।

ঢাকাটাইমস/২২আগস্ট/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :