ঈদ শুভেচ্ছায় বাধার অভিযোগ মওদুদের

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ আগস্ট ২০১৮, ২৩:৩৫ | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৮, ২২:৫৪

ঈদের শুভেচ্ছা বিনিময়ের ওপর পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে বলে অভিযাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি অভিযোগ করে বলেছেন, ‘ঈদের দিন বিকেলে নেতাকর্মীর সাথে বসুরহাট বাজার ও ভুঞারহাট বাজারে গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করার কথা ছিল, কিন্তু পুলিশ তাকে বাড়ি থেকে বের হতে দেয়নি।’

বুধবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে মানিকপুর গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মওদুদ।

মওদুদ বলেন, ‘আমরা কোনো সংঘাতে যেতে চাই না। আমাদের দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। পুলিশ থেকে শুরু করে সব সংস্থা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তারা সরকারের কথামতো কাজ করছে।’

গত বৃহস্পতিবার থেকে মওদুদ অবরুদ্ধ রয়েছেন বলে জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। মওদুদ বলেন, ‘এখনো সে অবস্থায় আছি। এলাকার সাংসদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে পুলিশ প্রশাসন এসব করছে।’

বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সরকারি দল বলে যাচ্ছে মওদুদ আহমেদকে জনরোষের কারণে তাকে পুলিশ নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আমি ক্ষমতায় নেই, আমার বিরুদ্ধে জনরোষ হবে কেন। ওবায়দুল কাদেরের এ আচরণ আমাকে মর্মাহত করেছে।’

সময় হলে সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি দেয়া হবে জানিয়ে মওদুদ বলেন, ‘সে কর্মসূচিতে থাকবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, তার আগে বেগম খালেদা জিয়ার মুক্তি। আবার দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হবে।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন প্রমুখ।

এদিকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল পাল্টা সংবাদ সম্মেলন করেন।

মিজানুর রহমান বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকায় ঈদুল আজহা উপলক্ষে গণসংযোগ করেন। দলীয় নেতাকর্মীরা ওবায়দুল কাদেরের সাথে ছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ির এলাকায় কোনো মহড়া দেয়নি।’

জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন মওদুদ আহমদ- এমন দাবি করে মিজানুর রহমান বলেন, ‘তিনি (মওদুদ) এলাকায় বের হলে জনরোষে পড়বেন বিধায় পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে। তিনি জনরোষে পড়লে ওবায়দুল কাদেরের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। মওদুদ আহমদ প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মিথ্যাচার করে আসছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’

মওদুদ আহমদ কোম্পানীগঞ্জের শান্ত পরিস্থিতিকে অশান্ত করার জন্য উঠে-পড়ে লেগেছেন বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। মিজানুর রহমান বলেন, তিনি নানাভাবে ষড়যন্ত্র করছেন এলাকার পরিস্থিতি ঘোলাটে করার জন্য। তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য না দেয়ার জন্য অনুরোধ করছি।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমূখ।

(ঢাকাটাইমস/২২আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :