খলনায়ক অঙ্কুশ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১১:২৫ | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৮, ১১:১৯

ওপার বাংলার অভিনেতা অঙ্কুশকে সবাই সুদর্শন নায়ক হিসেবেই চেনেন! কিন্তু এবার তাকে দেখা যাবে খল চরিত্রে। দীর্ঘ বিরতি নিয়ে বড় পর্দায় কামব্যাক করছেন তিনি। ‘ভিলেন’ নামের একটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি এই ছবির পোস্টার প্রকাশিত হয়েছে। ছবিটি প্রকাশ হয়েছে অঙ্কুশের টুইটারে।

প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, অঙ্কুশের পেটানো চেহারা। মুখে, হাতে লেগে রয়েছে রক্ত। মনে করতে পারেন, এমন চেহারায় অঙ্কুশকে আগে দেখেছেন কিনা? হয়তো দেখেননি। এ অঙ্কুশ আগের থেকে অনেকটাই আলাদা। এই ছবিটি পরিচালনা করছেন কলকাতার জনপ্রিয় পরিচালক বাবা যাদব। সেখানে এই লুকেই দেখা যাবে নায়ককে।

ভিলেন ছবি নিয়ে বড় বেশি আশাবাদী অঙ্কুশ। তিনি বলেন, ‘এটা আমার ইমেজ চেঞ্জিং ফিল্ম বলতে পারেন। রমকম ছবি বা নেক্সট ডোর বয় ইমেজে শেষ কয়েকটা সিনেমায় আমাকে দেখেছেন দর্শক। কিন্তু এ ধরনের কাজ আমি অনেক দিন করিনি। অনেক শেড রয়েছে। এটা একটা ক্রাইম থ্রিলার। টলিউডের ফাইনেস্ট ক্রাইম থ্রিলার বলতে পারেন।’

ছবিটির চিত্রনাট্য লিখেছেন রমন জানওয়াল। কনসেপ্টও তার। মুম্বাইতে আব্বাস মস্তানের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে রমনের। তবে বাংলায় এই প্রথম কাজ করছেন তিনি।

কোরিওগ্রাফার হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এখন পরিচালক হিসেবেও টলি পাড়ার নিজস্ব জায়গা তৈরি করে ফেলেছেন বাবা যাদব। ভিলেন ছবিটি নিয়ে তার ভাষ্য, ‘এটুকু বলতে পারি, ছবিটা কমন নয়। আলাদা ফ্লেভার পাবেন দর্শক। অনেক টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। অঙ্কুশ এবং মিমি কাজ করছেন।’

পোস্টারে অঙ্কুশ নজর কেড়েছেন বটেই। তবে তার পাশে সমান উজ্জ্বল মিমিও। সব কিছু ঠিক থাকলে আসন্ন পুজাতেই মুক্তি পাবে এই ছবি।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :