জয়পুরহাটে নিষিদ্ধ ব্রুপেনোরফিন ইঞ্জেকশনসহ আটক দুই

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৮, ১৩:৫৮

জয়পুরহাটে ৫৪টি আমদানি নিষিদ্ধ মাদক ব্রুপেনোরফিন ইঞ্জেকশনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রবিবার সকালে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন, চুয়াডাঙ্গা জেলা সদরের সিএনবি পাড়া গ্রামের আকবর মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪০) ও একই গ্রামের মৃত মজিদ শেখের ছেলে মাজেদ শেখ (৫০)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের জানান, আটক দুই জন দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিলেন।

সকালে বাগজানা এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে, এমন সংবাদে সেখানে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ৫৪টি ব্রুপেনোরফিন ইঞ্জেকশনসহ তাদের আটক করা হয়।

ভারত সীমান্ত এলাকা হওয়ার সুযোগে আটককৃতরা দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ মাদক ব্রুপেনোরফিন ইঞ্জেকশন চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :