ফরিদপুর চিনিকলে ১০ হাজার একর জমিতে আখ রোপণ শুরু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৮, ১৮:২২

ফরিদপুর চিনিকলে ১০ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি (২০১৮-১৯) আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলায় অবস্থিত চিনিকলের এই সাবজোনের ১৪ নম্বর ইউনিটের মো. তোরাব খানের জমিতে আখ রোপণ করে মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) মীর জহুরুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, লক্ষ্যমাত্রা পূরণ এবং উৎপাদন বাড়িয়ে প্রতিষ্ঠানকে লাভজনক করতে সম্মিলিতভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আকমল হোসেন, সদর দপ্তরের ডিজিএম (সম্প্রসারণ) মোহাম্মদ বজলুর রহমান, চিনিকলের জিএম (কৃষি) আব্দুল লতিফ, শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :