খুলনা-৪ আসনে এমপি হচ্ছেন সালাম মুর্শেদী

ব্যুরো প্রধান, খুলনা
| আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ২০:২০ | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৮, ২০:১৩
ছবি: সংগৃহীত

খুলনা-৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন সাবেক ফুটবল তারকা ও ব্যবসায়ী নেতা আব্দুস সালাম মুর্শেদী।

এ আসনের উপনির্বাচনে আজ রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। জমা দেয়ার শেষ সময় পর্যন্ত আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। ফলে মনোনয়ন বৈধ ঘোষিত হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

আগামী ২০ সেপ্টেম্বর এ আসনে উপনির্বাচনের দিন নির্ধারণ রয়েছে। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী ঢাকাটাইমসকে এসব বিষয় নিশ্চত করেন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে সালাম মুর্শেদী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা সভাপতি শেখ হারুনুর রশিদ, নগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, সাবেক এমপি মোল্লা জালাল, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজি আমিনুল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা এস এম কামাল হোসেন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে আসনটি খালি হয়।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :